বিজ্ঞাপন দিন

জলঢাকা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ "কমাতে হবে সম্পদের ক্ষতি - বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তূতি" এই শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে ১৩ই অক্টোবর শনিবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে বনাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত র‍্যালীতে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। উপজেলা পরিষদ মিলনাতয়ন থেকে র‍্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্ড ইনচার্জ মমতাজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্ড ইনচার্জ মমতাজুল হক দুর্যোগের পুর্ব প্রস্তূতির উপর বিভিন্ন কুটকৌশলাদি তুলে ধরেন।