বিজ্ঞাপন দিন

পোষ্টার,ব্যানার, ফেষ্টুনের নির্বাচনী শহর এখন জলঢাকা

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): খুবেই কাছে চলে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।থেমে নেই দলীয় নিজ নিজ প্রার্থীরা,তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নিজ নিজ দলীয় ব্যানার ফেষ্টুনে,শহরের দোকান পাঠ,স্কুল,কলেজ সহ সর্বত্র ছেয়ে গেছে। মঙ্গলবার দোকানদাররা বলছেন,যেখানে সেখানে প্রার্থীদের ছবি আর ছবি।পুলিশ বলছে, সেন্টাল থেকে খবর পেলে আমরা এসব রোধে ব্যবস্থা নেব। প্রার্থীরা বলেছেন, নির্বাচন কমিশনেই ব্যবস্থা নেবে এসব রোধে।প্রত্যক্ষদর্শীরা জানান,নির্বাচন আসতে না আসতেই উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলীর বেশীর ভাগ পোষ্টার ছড়িয়ে গেছে শহর থেকে প্রতি ইউনিয়নে ইউনিয়নে। পিছিয়ে নেই জাপা প্রার্থীদের পোষ্টার,সব মিলিয়ে নির্বাচনী হাওয়া লেগে গেছে এ আসনে। কে হবে এ আসনের কান্ডারি তা পোষ্টার দেখে বোঝার উপায় নেই। উপরন্তু নগরী পরিনত হয়েছে নির্বাচনের দিন বদলে।