বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলার সেরা করদাতা ৫ জনের মধ্যে ৩য় স্হানের সম্মাননা পেলেন মোন্নাফ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ 'উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব' শ্লোগানটি ধারণে সোমবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুুষ্ঠান। নীলফামারী জেলায় এবার ৫ জন সেরা করদাতা হিসাবে নির্বাচিত হলে তার মধ্যে ৩য় স্হানের সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন জলঢাকা প্রেসক্লাবের সহসভাপতি এমএ মোন্নাফ। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ওই সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রানালয় জাতীয় রাজস্ব বোর্ড কতৃক কর অঞ্চল রংপুরের অধীক্ষেত্রাধীন সার্কেল -৪ (নীলফামারী) এর সম্মানীত করতাদাতা ২০১৭-২০১৮ কর বছরে নীলফামারী জেলার ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রংপুর (সার্বিক) আব্দুল্লাহ সাজ্জাদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি ও রংপুর মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন ও রংপুর অঞ্চল কর কমিশনার ফজলুর রহমান প্রমুখ। তার এ সম্মানে অভিনন্দন জানিয়েছেন নীলফামারী -৩ আসনের এমপি, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা সবশ্রেনীর পেশাজীবী।