বিজ্ঞাপন দিন

জলঢাকার কৈমারী শৌলমারী মৌজায় বাধঁ ভাঙ্গা মানুষের কান্না!

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী): নীলফামারীর জলঢাকা কৈমারী ইউনিয়নের শৌলমারী আলসিয়া পাড়া বাধেঁর পারে ভাঙ্গন দেখা দিয়েছে।ভাঙ্গনে ৮নং ব্লকের ১ এবং ২ নং স্পার গত মাসের ভাঙ্গনে হতাশার বিহব্বলে আতংকে দিনাতিপাত করছে পার বসবাসকারী প্রায় ২ হাজার মানুষ।বর্ষা মৌসুম না হলেও এ ভাঙ্গন রক্ষার্থে এলাকাবাসী বালুর বস্তা,বাশেঁর পাইলিং দিয়ে ঠ্যাকানোর চেষ্টা চলছে।বুধবার সকালে সরেজমিনে গেলে বাধেঁ বসবাসকারীরা গনমাধ্যমকে এ তথ্য জানান।সুত্রটি জানায়,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কতৃক নির্মিত তিস্তা ডানতীর বন্যা নিয়ন্ত্রন বাধেঁর ৪২.১০০হতে ৪২.৪০০ পর্যন্ত ৩০০ মিটার ভাঙ্গনকৃত মেরামত ও প্রতিরক্ষা কাজ করনের দাবীতে উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ড রংপুরে এলাকাবাসী একটি স্বারকলীপি দিয়েছে।