বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাদক ও জঙ্গি বিরোধী এবং ওপেন হাউজ ডে সমাবেশ "

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ এবং ওপেন হাউজ ডে করেছে থানা পুলিশ। এতে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে অংশ নেন। উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জলঢাকা থানার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ওসি তদন্ত মাহমুদ-উন-নবী,মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবীর। এই গনসমাবেশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাদক একটি মরনব্যাধি ভাইরাস,এই ভাইরাসকে নির্মূল করতে প্রয়োজন গন সচেতনতা। তাই প্রশাসনকে সহযোগিতার হাত প্রসারিত করে বন্ধ করতে হবে এই ভাইরাসের উৎপত্তি।