বিজ্ঞাপন দিন

জলঢাকায় যুবসমাজকে রক্ষায় মাদকের শিকড় তুলে ফেলতে চান পুলিশ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আগামী দিনের ভবিষ্যৎ যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল হতে রক্ষায় জলঢাকা থানা পুলিশের ভুমিকা প্রসংশনীয়। একসময় এ উপজেলাটিতে মাদকেরছিল ছড়াছড়ি কিন্তু এখন আর তা চোখে পড়েনা। পুলিশ বদলে দিয়েছেন এর ছিত্র। মাদকের শিকড় তুলে ফেলতে নিত্যদিনই থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় হানাদেয় পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল সহ আটক করা হয় সরকারি হাই স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারীকে। মাদক ছাড়ুন সুস্থ থাকুন দেশ গড়ুন জনগণের মাঝে এমন সচেতনতা বৃদ্ধির জন্য নীলফামারীর জলঢাকা নবাবগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ এবং ওপেন হাউজ ডে করেছে থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে । বক্তব্য রাখেন, ওসি তদন্ত মাহমুদ-উন-নবী, মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবীর প্রমুখ। সমাবেশে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সহযোগিতা চান পুলিশ।