বিজ্ঞাপন দিন

জলঢাকায় জেল হত্যা দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবসের আলোচনা সভায় স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফার বিরুদ্ধে জামায়াত শিবিরের পৃষ্ঠোপোষকতা করা,অর্থ নিয়ে চাকরী দেওয়া,দুর্নীতি-স্বজনপ্রীতিসহ দলীয় কর্মীদের অবমূল্যায়ন এবং দলকে বিভক্ত করার অভিযোগে তাকে বর্জন ও প্রতিহতের ঘোষনা দিয়েছেন তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা। শনিবার সন্ধায় পৌর আ’লীগ কার্যালয়ে উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু’র সভাপতিত্বে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল। অন্যন্যাদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মোহসিন আলী, দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক,শ্রমিকনেতা আব্দুল মজিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উৎপল ভট্টাচার্য্য,রাজীব চৌধুরী, আজম ও সেলিম রেজা প্রমুখ। জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকান্ডের প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় তৃনমূল কর্মীরা স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফার এহেন কর্মকান্ডের কারনে তাঁকে এই আসনে অবাঞ্চিত ও বর্জন করার জন্য উপজেলা আওয়ামীলীগের কাছে জোর দাবী জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে মনোনয়ন না দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।