বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু ম্যুরালের পরিবেশ রক্ষার দাবীতে ইউএনওকে স্মারকলিপি

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ অযত্নে অবহেলায় পরে আছে নীলফামারীর জলঢাকায় জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরাল। এদিকে চতুরদিকে রক্ষনাবেক্ষনের অভাবে অরক্ষিত হয়ে পরেছে ম্যুরালটি। নির্মাণের কয়েক মাসের মধ্যে সৌন্দর্য বর্ধনের জায়গাটুকু সুকৌশলে দখলে দিয়ে দোকান ঘরের পসরা বসিয়ে আর্থিক ফায়দা নিচ্ছে এক শ্রেণির দালাল চক্র এমন অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের অবহেলায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন উপজেলার স্বাধীনতা চেতনায় বিশ্বাসী মানুষরা। পৌর শহরের প্রাণ কেন্দ্রে ট্রাফিক মোড় যা বর্তমানে রূপ পেয়েছে বঙ্গবন্ধু চত্তরে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরালটি নির্মান করা হয়। বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় আছে। কিন্তু তার আগে ম্যুরালের চতুর দিকে ময়লা আবর্জনা সহ দোকান পাট খুলে ম্যুরালের মর্যাদা নষ্ট করছে এক শ্রেণির মানুষ। বঙ্গবন্ধু মুরাল রক্ষনাবেক্ষণ ও দখলদারদের উচ্ছেদের দাবীতে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছে। জলঢাকা সাহিত্য সংস্কৃতি নামের একটি সংগঠন। এ সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নুরুন্নবী রহমান বলেন এর আগেও একটি স্মারক লিপি সাবেক ইউএনও কে দিয়েছিলাম কিন্তু তিনি কোন পদক্ষেপ নেয় নি। তাই বাদ্ধ হয়ে নতুন করে স্মারক লিপি দেওয়া হলো। এ বিষয় ইউএনও সুজাউদ্দৌলা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিদর্শনের জন্য নির্মান করা হয়েছে বঙ্গবন্ধু ম্যুরাল। এই ম্যুরাল কোন অবস্থাতেই অমর্যাদা করতে দেওয়া হবে না। যে কোন ভাবেই এর সৌন্দর্য রক্ষায় কাজ করবে উপজেলা প্রশাসন।