বিজ্ঞাপন দিন

নীলফামারীতে তিন ব্যাপী কালী পূজা উৎসব পালিত ।

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষিত হয়। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয় । এরই ধারাবাহিকতায় নীলফামারী সদর পঞ্চপুকুর ইউনিয়নেের ১ নং ওয়ার্ড উত্তরা শশী ধনতলা গ্রামে তিন দিন ব্যাপী কালীপূজোর উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা উৎসব পালন করেন সনাতন হিন্দু ধর্মের লোকজন । উত্তরা শশী ধনতলা বড় হরি মন্দির কমিটির আয়োজনে গত ৬ নভেম্বর শুরু হয় এ উৎসব। ৮ নভেম্বর বৃহস্পতিবার সমাপনী দিনে রাত ৯ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও হরি মন্দির কমিটির সভাপতি শ্রী যুক্ত বাবু গীর্জা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৮ নং পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান সরকার । বিশেষ অতিথি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান সরকার, সাধারন সম্পাদক আলী হোসেন, সাবেক সাধারন সম্পাদক তহিদুল ইসলাম শাহা লিথন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সমাজ সেবক আলাউদ্দিন, গোলাম মোস্তফা সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউপি সদস্য নাসির উদ্দিন , উদ্ভোদনায় মশিউর রহমান সহ সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ।