বিজ্ঞাপন দিন

আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ধরে রাখতে হবে -নৌকা মনোনয়ন প্রত্যাশী ববিতা রানী সরকার

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের দেখভাল করতে ছুটি বেরিয়েছেন নীলফামারী-৩ আসনের মনোনয়ন প্রাপ্ত দীপেন্দ্র নাথ সরকার দীপু বাবুর দ্বিতীয় কন্যা এবারের নৌকার মনোনয়ন প্রত্যাশী ববিতা রানী সরকার। তিনি উপজেলার খুটামারা, বালাগ্রাম, কৈমারী, শৌলমারী, শিমুলবাড়ি সহ পৌরসভাতেও লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। বুধবার বিকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখন্ডে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আসছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মহান ঐতিহ্য। তাই সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে। সমাজে এখন স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয় দেখা যাচ্ছে। অনেক শিশু-কিশোরের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সম্ভাবনাময় অনেক প্রতিভা অকালে ঝরে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্ত রেখে তাদের মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে সবার স্নেহ ও ভালোবাসা অর্জন করতে পারি। একটি সুখী সোনার বাংলা গড়ে তুলতে সবাই মিলে কাজ করতে পারি। জঙ্গিবাদ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার মতো বিভিন্ন সমাজগঠন মূলক কাজে কার্যকর ভূমিকা রাখতে পারি। আজকের এই আয়োজনে আমি সবার মঙ্গল চাই।