বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ফারাজ হোসেন এর স্মরণে দিনব্যাপি ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক রাজ জলঢাকা থেকে : দাতা সংস্থা ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইন্ফান্টস ইন্টারনেশনাল (ডিসিআই) ও রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এবং ফারাজ ফাউন্ডেশন যৌধভাবে সারা বাংলাদেশ ব্যাপি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্প করে থাকে। এরে ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় কৈমারী স্কুল এ্যান্ড কলেজে ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় প্রয়াত ফারাজ আয়াজ হোসেনের স্মরণে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা। এসময় বিশেষ অতিথি ছিলেন কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউক হক বাবু,অধ্যক্ষ আব্দুর রউফ খান দুলু,প্রোগ্রাম ম্যানাজার জামাল নাসের রোমেল,আরএসসির প্রোগ্রাম ডিভলপমেন্ট ম্যানাজার হুমায়ন কবীর,এরিয়া ম্যানাজার সাঈদ রহমান,হেল্থ এ্যাসিস্ট্যান্ট মহাসিনসহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এছাড়াও ফারাজ হোসেন ফাউন্ডেশনের রাফি ফারাজ ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ প্রমূখ। এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের চোখের যাবতীয় সমস্যা বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে। এবং যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারনে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করে। প্রসঙ্গত,আই স্ক্রীনিং ক্যাম্পটি প্রয়াত ফারাজ হোসেন মানবতার জন্য যে অসম্ভব সাহস ও সবোর্চ্চ আত্নাহুতি দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। পহেলা জুলাই ২০১৬ সালে হোলিআর্টিজান বেকারীতে সন্ত্রাসী আক্রমনের সময় বাংলাদেশী মুসলমান হিসেবে ফারাজকে চলে যাওয়ার জন্যে বল্লেও সে তার বন্ধুদের জন্য তা প্রত্যাখ্যান করেন এবং চরম আত্নাহুতি প্রদানের মাধ্যমে সাহসীকতা,মানবতা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বে যুব সম্প্রদায় এর মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়। এই ক্যাম্পেটিতে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করে।