বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজুল ইসলাম বিজয়,তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে উপজেলায় ভিডিও ক্লিপ প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মধ্য দিয়ে সারাদেশের ১০৬টি উপজেলার ন্যায় তারাগঞ্জে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। প্রধান অতিথি রংপুর-২ স্থানীয় সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, সরকারের উন্নয়নের মডেল স্বরুপ আজকের আয়োজন। এরই ধারাবাহিকতা ধরে রাখতে আবারো যোগ্য নেত্রীকে জয়যুক্ত করতে আহবান করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, আরইবি পরিচালক ফকির শরীফ উদ্দিন আহম্মেদ, ওসি জিন্নাত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক ডা. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও কূর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার। রংপুর পবিস-২ জিএম প্রকৌশলী আলী হোসেন বলেন, পূর্বে গ্রাহক ছিল ১৮২৪২ শতভাগের আওতায় তারাগঞ্জ উপজেলার ৪৪ গ্রামে লাইন নির্মাণসহ গ্রাহক সংখ্যা প্রায় ৩৭২৭৬। উৎপাদনে ১০ বছর পূর্বে ৯৫০০ বর্তমানে ২২৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। এছাড়াও উপস্থিত ছিলেন, , ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধরী সবুজ, মহিউদ্দিন আজম কিরণ । রংপুর পবিস-২ ডিজিএম হাদিউজ্জামান, অতিথি অ্যাপায়নসহ সার্বিক তত্বাবধানে তারাগঞ্জ সাব জোনাল অফিসের এ.জি.এম (অপারেশন এন্ড ম্যাইন্টেনেন্স) কাজী হাফিজুল ইসলাম, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আপামর জনগন অংশ নেয়।