ফরহাদ ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকারের উপ পরিচালক খন্দকার নুরল আমিন। বুধবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় পৌরশহরে এ অভিযান চালানো হয়। জরিমানা প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হল মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স তাহমিদ ফার্মেসীকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রিমু হোটেল এণ্ড রেস্টুরেন্টের ১হাজার , নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জুয়েল বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা
করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মাহফুজুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মানিকুজ্জামান প্রমুখ। এর আগে সিনজেনটা কোম্পানীর ১২০৫ ধানের বীজ চড়া মুল্যে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন কৃষি অফিসার।