বিজ্ঞাপন দিন

সক্রিয়ভাবে পরিষদ চালাচ্ছে নীলফামারী সদর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার

আব্দুল মালেক ; নীলফামারী প্রতিনিধি!! জনগনের সুবিধার্থে জনগণের দ্বার প্রান্তে সেবামূলক কর্মকান্ড ও সক্রিয়ভাবে পরিষদের পরিচালনা চালাচ্ছে নীলফামারীর সদর উপজেলার ০৮ নং পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার। তিনি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন। তিনি পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শ্বশী ধনীরপাড়া গ্রামে ১৯৫৮ সালে ২৫ জানুয়ারি স্থানীয় প্রভাবশালী ধনী পরিবারে জন্মগ্রহন করেন । সেই পরিবার ছিলো আওয়ামী লীগের পরিবার। পিতা মরহুম হাজী মৌলভী বদি উদ্দিন সরকার,মাতা মরহুমা মোছাঃ মহিমা বেগম । ৬ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি তিত্বীয় । ১৯৭৫ সালে বাবড়ীঝাড় উচ্চ বিদ্যালয়ে এস এসসি পাশ করেন। ১৯৭৮ সালে নীলফামারী সরকারি কলেজে এইচএসসি পাশ করেন । ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন ষষ্ঠ শ্রেনী পড়াশুনা করাকালীন মুক্তিযোদ্ধাদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রেখে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন । নিজের গ্রাম থেকে১২/১৪ কিঃ মিঃ রাস্তা হেটে মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ী থেকে খাবার নিয়ে গেছেন । ৭ ই মার্চে বঙ্গবন্ধুর ভাষন রেডিওতে সম্প্রচার হলে ভাষন শুনে মুগ্ধ হতেন । তখন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসতেন । শিক্ষা জীবনে গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বই খাতা কিনে দিতেন । সেই যুবককাল থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন । যার ফলে ১৯৮২ সালে ইউপি সদস্য পদে নির্বাচন করলে বিজয় লাভ করেন । ১৯৯২ সাল পর্যন্ত দুই টাইম মেম্বার ছিলেন । ২০১৬ সালে ৩১ মার্চে আওয়ামী লীগের হয়ে, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে জনগোষ্ঠীর ভালোবাসায় বিজয় অর্জন করেন । ইউনিয়ন পরিষদের পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তিনি সক্রিয়ভাবে জনগনের সুবিধার্থে তাদের দ্বার গোড়ায় পৌঁছে বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে । এমনকি বন্দের দিনও পরিষদে যায় চেয়ারম্যান হবিবর রহমান সরকার । ইউনিয়ন পরিষদের দায়িত্বে নিয়োজিত গ্রাম্য পুলিশরা জানা, চেয়ারম্যান স্যারের সঙ্গে কাজ করে আনন্দিত হয়েছি। এলাকার সাধারণ মানুষেরও একই কথা শোনা যায় । তিনি প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত অফিসে থাকেন। যাতে কেউ স্বাক্ষর নিতে এসে ফেরত না যায় । রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদে গেলে দেখা মেলে চেয়ারম্যানের । এ সময় দেখা যায় অফিস কক্ষে অনেক লোকের সমাগম, কেউ আসছে স্বাক্ষর নিতে, কেউ বা আসছে নালিশ জানা্তে । সাধারণ মানুষের কথা তিনি মনোযোগ সহকারে শুনে, যার যা সমস্যা ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন । চেয়ারম্যান হবিবর রহমান সরকার জানান, আমি জনগনের ভালোবাসায় বেঁচে আছি। তারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে চেয়ারম্যান করেছে । যতদিন বাঁচবো জনগনের পাশে থেকে বাঁচবো ।