বিজ্ঞাপন দিন

সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত জলঢাকায় ১৩২/১৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের উদ্বোধন

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হলো। বিদ্যুৎ খাতে জাতীয় গ্রীডে যুক্ত হলো জলঢাকা পাওয়ার গ্রীড সাব স্টেশন। এতে করে জলঢাকা উপজেলায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎতের সুবিধার সাথে যুক্ত হলো এ এলাকার মানুষ। শনিবার সন্ধ্যায় প্রায় ৬ একর জমির উপর নির্মিত ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের উদ্বোধন করা হয়। পৌরশহরের দুন্দিবাড়ী এলাকায় এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, প্রকল পরিচালক প্রকৌশলী মাহবুব আহমেদ, প্রধান প্রকৌশলী নেসকো, রংপুর শাহাদাৎ হোসেন, কনসালটেন্ট এনার্জিপ্যাক বিল্লাল হোসেন, নির্বাহী প্রকৌশলী নেসকো নীলফামারী নওশাদ আলী প্রমুখ। এনপিটিএনডিপি পিজিসিবির অর্থায়নে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রীড উপকেন্দ্রটি জাতীয় গ্রীডে যুক্ত হয়ে এদিকে যেমন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবে অন্যদিকে দ্রুত শিল্প নগরীতে উন্নত হতে পারে উপজেলাটি এরকমই মনে করছেন অত্র এলাকার মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন করেছেন বাংলাদেশ এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্প পরিচালক মাহবুব আহমেদ বলেন সংকটময় মুহুতে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র টি জাতীয় গ্রিডে যুক্ত হয়ে যুগান্তকারী ভুমিকা রাখতে পারবে এলাকাটিতে।তিনি আরো বলেন লো ভোল্টেজ ও লোডশেডিং থেকে মুক্ত থাকবে জলঢাকার মানুষ। সংসদ সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে বিশ্বাস করে বর্তমান সরকার বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নতি করছে। পাওয়ার স্টেশ'নটি এ এলাকার মানুষের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। তিনি আরো বলেন, অন্যান্য সুবিধার পাশাপাশি কৃষি ক্ষেত্রে অভাবনীয় উন্নত হবে এলাকাটি। সেচ মৌসুমে লো ভোল্টেজের কারনে কৃষকদের যে সমস্যা দীর্ঘদিনের তা আমরা অল্প সময়ে লাঘব করতে পেরেছি। ইরি বোরো ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সাব স্টেশনটি।