বিজ্ঞাপন দিন

ডোমারে নীলসাগর ট্রেনের বগি পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ ডোমার থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনের বগি পরিবর্তন না করা এবং সকালে আরো একটি নতুন ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে ডোমার বাজার রেল ঘুমটির মোড়ে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কল্যান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা,প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি যুবরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন-তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক রাজিব হোসেন চৌধুরী,ঢাকা সুপ্রিম কোর্টের শিক্ষানবীশ আইনজীবি আব্দুর রাজ্জাক সরকার প্রমূখ। বক্তারা ডোমার থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনের বগি পরিবর্তন না করে লাল সবুজের বগি বহাল রাখা এবং সকালে আরো একটি নতুন ট্রেন চালুর দাবীতে জোড়ালো বক্তব্য রাখেন।