বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৪ প্রসুতি নারী ও শিশুর স্বাস্থ্য চিকিৎসায় ৫৯ হাজির টাকার চেক প্রদান

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের সয়সম্বলহীন পরিবারের ১৪ প্রসুতি নারী ও নবজাতকের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য চিকিৎসার জন্য মোট ৫৮ হাজার ৮ শত টাকার চেক প্রদান করেছে ল্যাম্ব শো - প্রকল্প। বৃহস্পতিবার দুপুরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল এফিয়ার্স কানাডার অর্থায়নে ডাউয়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এসব চেক প্রদান করা হয়েছে। সুবিধাভোগী প্রসুতিরা হলেন, মিনি বেগম ৬ হাজার, মনু বেগম ৪ হাজার, ফিরোজা বেগম ৪ হাজার, মাহের বানু ৪ হাজার, জোসনা বেগম ৫ হাজার, দিপালী রানী ৪ হাজার, মোরশেদা বেগম ৬ হাজার ৫ শত, কাজলী আক্তার ২ হাজার ২ শত, রেবা বেগম ৪ হাজার, বিউটি বেগম ৪ হাজার, মিনারা বেগম ৪ হাজার, মোরশেদা ৪ হাজার, শরিফা বেগম ৩ হাজার ও শারমিন ৪ হাজার। এর আগে পল্লীর সুবিধাভোগী নারীদের নিয়ে বাল্যবিয়ে রোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুর ইসলাম, ওমর ফারুক, ডাউয়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা আল কুরাইশা আক্তার দিতি, ফিল্ড কোঅর্ডিনেটর রতন দাস, সিএসবিএ সেবিনা আক্তার ও এ বেনা বেগম প্রমুখ। এর আগে শো - প্রকল্পের মুল লক্ষ উদেশ্য উল্লেখ করে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দিয়ে জেন্ডার বৈষম্য এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রসুতি নারীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়।