বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভার অধিকাংশই সড়কবাতি অচল ॥ বিপাকে পথচারীরা

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভায় পর্যাপ্ত সড়কবাতি নেই। তার উপর মেরামতের অভাবে অচল হয়ে পড়েছে বেশিরভাগ সড়কবাতি। ফলে, সন্ধ্যা নামলেই অন্ধকার হয়ে পড়ছে জলঢাকা শহরের অধিকাংশ রাস্তা। এতে সমস্যায় পড়ছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। বিশেষ করে বৃদ্ধ পুরুষ ও নারীরা। কর্তৃপক্ষের দেখভালের অভাবে এ পরিস্থিতি বলে অভিযোগ পৌরবাসীর। সমস্যার কথা মানছেন পৌর কর্তৃপক্ষও। ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটার কারনে সড়কবাতিগুলো অচল রয়েছে বলে জানান, পৌরসভার হেড ইলেকটিশিয়ান আহসান হাবিব। জলঢাকা পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তায় কাগজে-কলমে ৩০০ টি সড়কবাতি থাকলেও প্রধান সড়ক ও পাড়া মহল্লার অনেক রাস্তায় রাতের বেলা সড়কবাতি জ্বলে না। পৌর কর্তৃপক্ষ ঠিক কতগুলো সড়কবাতি বর্তমানে বিকল হয়ে আছে এই সংখ্যা জানাতে পারলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অর্ধেকেরও বেশি সড়কবাতি অনেক দিন ধরেই অকেজো হয়ে আছে। প্রধান সব সড়কে আশপাশের দোকানের বাতি আর নিয়ন সাইনবোর্ডের আলোতে যতটুকু আলোকিত হয়, তা দিয়েই পথচারী ও যানবাহনের চলাচল করতে হয়। তবে দোকানগুলো বন্ধ হয়ে গেলে সড়কে অন্ধকার নেমে আসে। সবচেয়ে খারাপ পাড়া মহল্লার ছোট রাস্তাগুলোর। প্রধান রাস্তাগুলোতে কিছু সড়কবাতি সচল থাকলেও এখনও ছোট রাস্তাাগুলোতে প্রায় সব সড়কবাতি অচল হয়ে পড়েছে। ফলে সন্ধ্যা নামলেই এসব রাস্তায় ঘুঁটঘুঁটে অন্ধকার নেমে আসে। রাতের বেলা এসব ছোট রাস্তাগুলোতে আতঙ্ক নিয়ে পথচারীরা চলাচল করেন। অন্ধকারের সুযোগে এসব রাস্তায় প্রায় চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি বাতি নষ্ট হলে নতুন করে লাগাতে অনেক সময় লেগে যায়। এলাকার কাউন্সিলরদের বারবার জানালেও কোনো কাজ হয় না। পৌর কর্তৃপক্ষের যথাযথ দেখভালের অভাবে সড়কবাতিগুলো দীর্ঘ দিন ধরে বিকল হয়ে পড়ে থাকছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, শহরের প্রধান সড়কগুলোর (রোড) বেশিরভাগ সড়কবাতিই জ্বলছে না। ছোট বা গলি রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ। কৈমারী রোডের বটতলি থেকে কদমতলী মোড় পর্যন্ত ৫ টি সড়কবাতির মধ্যে জ্বলছে মাত্র ১টি। কদমতলী মোড় থেকে মসজিপাড়ার মোড় পর্যন্ত ৫ সড়কবাতির মধ্যে শুধু একটি সড়কবাতি জ্বলতে দেখা গেছে। একই অবস্থা কলেজ পাড়ারও। পাড়া-মহল্লার গলিপথগুলোর ৪০-৫০ শতাংশ সড়কবাতিই জ্বলে না। ৬ নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম, মাসুদ রানা,জিকরুল হকসহ ছয়-সাতজন জানান, ‘প্রায় ২-৩ মাস হলো আমাদের এলাকার রাস্তাগুলোতে সড়কবাতি অচল। সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে। ফলে গলিপথগুলোতে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে। ফলে রাতের বেলা এই রাস্তা দিয়ে অনেক ভয়ে পথ চলতে হয়।’ পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এ প্রতিবেদককে বলেন,‘একটি দুর্ঘটনার কারনে কিংবা সর্ট সার্কিট বা ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে অনেক বাতি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় সড়কবাতিগুলো চোরের দল চুরি করে নিয়ে যায়। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে সবখানেই বাতি লাগানো হবে।’