বিজ্ঞাপন দিন

কর্মী সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে লুটপাট হবে না - বরকত উল্লাহ্

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কর্মী সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দিনব্যাপী উপজেলার সাবরেজিষ্ট্রার অফিস সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ বরকত উল্লাহ্ লতিফ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা আওয়ামীলীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে ক্ষমতায় এনেছিলাম, তারা কি কার্যক্রম করেছে তা সবাই জানেন। এবার হাতপাখা মার্কায় দিনদার মানুষকে সংসদে যাওয়ার সুযোগ দেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে কোন লুটপাট হবে না। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহশ্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়। এসময় জলঢাকা উপজেলার সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী - ৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ এছাড়াও মাওলানা মুহাম্মাদ শফিফুল ইসলাম ও আলহাজ্ব হাফেজ আব্দুল ওহাব বক্তব্য দেন প্রমুখ। এর আগে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অর্ধশতাধিক নতুন সদস্য হিসেবে যোগদান করে একটি শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করা হয়।