বিজ্ঞাপন দিন

ডোমারে জন্ম নিবন্ধন ও বাল্য বিবাহ বন্ধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে “জন্ম নিবন্ধন করন ও বাল্য বিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারন” বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগীতায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতলেব সরকার ও ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদ আলী। কর্মশালায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, উদ্দ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের এক শত ৬৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।