বিজ্ঞাপন দিন

জলঢাকার ইউ.এন.ও সুজাউদ্দৌলা সুজা বাংলা সাহিত্যেও সঙ্গীতে রিয়েল বাংলাদেশী.....

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী): সাহিত্যধর্মী প্রবন্ধ ভাষা থেকে আট পৌরে নিরাভরন প্রবন্ধকে বাতিল করেনা,ভাষার যা প্রথম কাজ,বক্তব্যকে ব্যক্ত করা,যে বিচার ও যুক্তিতে তথ্যের প্রতিষ্ঠা করে সাহিত্যের জ্ঞানও তার প্রতিষ্ঠার প্রনালীর বিশদ বিবরন দেওয়া ছাড়া রচনার আর-কোনো অবান্তর উদ্দ্যশ্য থাকেনা,তবুও সে রচনা কেবল বুদ্ধিকে উদ্রিক্ত ও তৃপ্ত করে না, মনকেও মুগ্ধ করে বাক্যগুলো বলেছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সুজা।গেল মাসের ২৮অক্টোবর তিনি যোগদান করার পর,বদলে দিয়েছেন এ উপজেলার মানুষের চলমান জীবনধারা।পূর্বে তিনি রেলপথ মন্ত্রনালয়ের ডিভিশনাল এষ্টেস অফিসার লালমনির হাট জেলার দায়ীত্বে ছিলেন।বর্তমান এ নির্বাহী অফিসার একজন সঙ্গীতপ্রিয় মানুষ,তিনি গিটার বাজিয়ে গান গেয়ে সম্প্রতি সাংস্কৃতিক উৎসব মেলায় মুগ্ধ করেছেন বিদগ্ধজনের দৃষ্টি।আলোকিত সমাজ গড়ার কারিগর হয়ে অবিচল কাজ করবেন এ উপজেলায় এ প্রতিশ্রুতি বানী জানিয়ে দিয়েছেন সকল কে।