বিজ্ঞাপন দিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ই অক্টোবর জলঢাকা থেকে প্রকাশিত অনলাইন জলঢাকা নিউজ পোর্টাল ও ঢাকা থেকে প্রকাশিত ‘প্রথম ভোর’ পত্রিকায় ৩য় কলামে “জলঢাকায় এক নেতার সরকারি বরাদ্দ আত্মসাৎ করায় মসজিদ ত্রিখন্ড” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে নাম স্বর্বস্ব তথ্যের ভিত্তিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। প্রকৃত পক্ষে আমি ও কমিটির লোকজন সরকারি বরাদ্দকৃত অর্থ নিয়ম মাফিক ভাবে উত্তোলন করে, সঠিক ভাবে মসজিদের কাজে ব্যয় করা হয়েছে। অথচ একটি স্বার্থন্বেশী মহল আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংবাদকর্মী অতি উৎসাহিত হয়ে মনগড়া সংবাদ প্রকাশিত করে যা সম্পূর্ন মিথ্যা। আমি উক্ত উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তকারী সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।