বিজ্ঞাপন দিন

জলঢাকায় অপহরণকৃত শিশুকে প্রায় দুই মাস পর উদ্ধার করল থানা পুুলিশ

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী),: নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার এক হিন্দু সম্প্রদায়ের অপহরনকৃত নাবালিকাকে ঢাকার গাজিপুর জেলার শ্রী পুর থানা এলাকা থেকে উদ্ধার করল থানা পুলিশ। ইন্সপেক্টর তদন্ত মাহমুদ-উন-নবী নের্তৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম নিরলস শ্রম দিয়ে ২ জনকে আটক সহ মেয়েটিকে উদ্ধার করেছে। নীলফামারী জেলা পুলিশ সুপারের সহযোগিতায় এ উদ্ধার কার্যক্রম সম্পূর্ন করতে পেরেছে বলে গণমাধ্যমকে জানান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। গ্রেফতারকৃতরা হলেন সাদেকুল ইসলাম বাবু (২১), পিতা সাইদুল ইসলাম (৫০), সাইদুল ইসলাম (৫০), পিতা সামছুল হক তাদের বাড়ী উপজেলার মীরগঞ্জ কালকেউট এলাকায়। উদ্ধারকৃত নাবালিকা নিরোদ চন্দ্রের কন্যা মুক্তা রানী (১৬) কে পেয়ে তার পরিবার-পরিজন জলঢাকা থানা অফিসার ইনচার্জকে অভিনন্দন জানিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মী সহ জলঢাকাবাসী থানা পুলিশের এ সাহসী পদক্ষেপকে স্যালুউট জানিয়ে অভিবাদন জানিয়েছে। মামলা নং-০৭, ধারা ৭/৩০ তাং-০৮-১০-১৮।