বিজ্ঞাপন দিন

নীলফামারী-১ আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ১৪ জন প্রার্থী সহকারী রির্টানিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ডোমার এবং ডিমলা উপজেলায় এ মনোনয়ন দাখিল করেন। প্রার্থীরা হলেন, বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (আওয়ামীলীগ),বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), জাফর ইকবাল সিদ্দিকী (জাতীয় পার্টি),আব্দুস ছাত্তার(স্বতন্ত্র), আলহাজ্ব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী(জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), এ আহমে¥দ বাকের বিল্লাহ মুন (বিএনপি), জেবেল রহমান গানি (বাংলাদেশ ন্যাপ) মোঃ সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। হামিদা বানু শোভা(স্বতন্ত্র)।নেনসি রহমান কবির(এনপিপি), সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার(আওয়ামীলীগ),মখদুম আলম মাশরাফি(স্বতন্ত্র)এবং ইউনুছ আলী(বাসদ)। সহকারী রির্টানিং অফিসার ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও ডিমলা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও সিরাজুল ইসলাম(বিএনএস) নীলফামারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।