বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ছাউনী কক্ষের মধ্য দিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু"

রবিউল ইসলাম রাজ,সংবাদদাতা জলঢাকা: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পহেলা নভেম্বর থেকে একযোগে সারা বাংলাদেশে ৯ম বারের মতো শুরু হয়েছে। এ বছর মোট ২৯ হাজার ৬ শত ৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৯ শত ৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে ২৬ লাখ ৭০ হাজার ৩ শত ৩৩ জন পরীক্ষার্থী। নির্ধারিত দিনগুলোতে ১০টা ও বিকাল ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত হওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যতিক্রম কিছু থাকলে কর্তৃপক্ষ বিবেচনায় নেবে।এ পরীক্ষা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এরে ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকা উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়,একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র ছিটমীরগঞ্জ শালনগ্রাম ফাজিল মাদ্রাসা।এ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩ শত ৭০ জন। জায়গায় সংকুলানের কারনে পরীক্ষার্থীরা বাসের তৈরী ছাউনী কক্ষে বসে লিখতেছে এমনটি বলেন কেন্দ্র সচিব মাওলানা আব্দুর রশিদ। এভাবে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাউনী কক্ষে পরীক্ষা হচ্ছে। তাছাড়া মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হয়। বাকী কেন্দ্রগুলোতে শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্টিত হয়েছে।