বিজ্ঞাপন দিন

ডোমারে বিনা মূল্যে সার ও বীজ বিতরন

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে কৃষি প্রনদনা কর্মসূচীর আওতায় ৩হাজার ৮শত ১৫জন চাষীর মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুজ্জামান,হাসেনুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নাজমুল হক এবং ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।এর মধ্যে গমচাষী এক হাজার ৯৫জন,ভূট্টাচাষী দুই হাজার ৫০জন,সরিষাচাষী ৪শত ৪০জন এবং মুগডালচাষী রয়েছে দুই শত ৩০জন। প্রতিজন কৃষকের মাঝে ২০কেজি করে ডিএফপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ২০কেজি গম, ২কেজি ভূট্টা,এক কেজি সরিষা বীজ বিতরন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল জানান, মুগডালের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। মুগডাল সহ ৩হাজার ৮শত ১৫জন কৃষক প্রনদনা কর্মসূচীর আওতায় রয়েছে।