বিজ্ঞাপন দিন

জলঢাকার সঙ্গীতে আলোচিত গায়ক ডিডি আনোয়ার

মানিক লাল দত্ত,জলঢাকা (নীলফামারী) : শুর আর ছন্দে হাসিঁ আর আনন্দে,বেদনায় উকি মারে আবেগতো চুপি, চুপি কিছু বলে, জাগ্রত নি:স্বাস কি তা মানে, শ্রুতিমধুরতার মুহুর্তগুলোর আরেক জগৎ সঙ্গীত,কেউ সাধনা করে শিল্পি, কেউ আবেগে,তবে জনন্দিত গায়ককে মানুষ স্বরনে রাখে।তিনি হলেন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ডিডি,সঙ্গীত প্রিয় মানুষ,রাজনীতির পাশাপাশি বেশীর ভাগ সময় কাটে তার গান গেয়ে,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেই দর্শকশ্রোতাকে আনোয়ারের গান শুনতেই হবে।এবারের উন্নয়ন মেলায় তিনি গান গেয়ে মুগ্ধ করেছিলেন হাজারো দর্শককে।তার বিষয়ে তার গানের ভক্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য,নীলফামারী জেলা রিপোটার্স ফোরামের সভাপতি,সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত বলেন, আনোয়ার নি:সন্দেহে একজন সঙ্গীত শিল্পি,তার গান ভালো লাগে,সঙ্গীতে তার প্রতিভা ধারনারও বিরল।