বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিশু বিবাহ রোধ কল্পে গোলমুন্ডা ইউনিয়নের কাজীর বিভিন্ন পদক্ষেপ

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় বেড়েই চলছে বাল্য বিবাহ। ভুয়া কাজীদের দৌরাত্মে এসব বাল্য বিবাহ কিছুতেই ঠেকানো যাচ্ছে না। প্রশাসনিক সতর্ক অবস্থা দেওয়া থাকলেও আইন মানছে না ভুয়া কাজীরা। ফলে মাতৃ মুত্যুর হার দিনদিন বেড়েই চলছে। এসব রোধে সদ্য যোগাদানকারী ইউএনও উপজেলার বিভিন্ন স্থানে বাল্য বিবাহের খোজ নিচ্ছে বলে জানান বিভিন্ন সচেতন মহল। এদিকে বাল্য বিবাহ রোধকল্পে গোলমুন্ডা ইউনিয়নের কাজী মোশাররফ হোসাইন তার নিজ ইউনিয়নে বিভিন্ন পদক্ষেপের কারণে কমে গেছে এ শিশু বিবাহ। তিনি গোটা উপজেলায় বাল্য বিবাহের বিরুদ্ধে লিফলেট, ব্যানার ফেস্টুন ছড়িয়ে দিয়েছেন সর্বত্র। রোববার গোলমুন্ডা ইউনিয়নে এক ঝাঁক সাংবাদিককে স্বাক্ষাৎকার প্রদান বলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা সুজা স্যারের অনুপ্রেরনা ও সহযোগিতা পেলে শুধু আমার ইউনিয়নে নয় সবকটি ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা আলোর কণার সামাজিক সংস্থার উপদেষ্ঠা, সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত বলেন, সুজাউদৌলা স্যারের গুনগত পদক্ষেপেই এ বাল্য বিবাহ রোধ করা সম্ভব।