বিজ্ঞাপন দিন

জলঢাকায় পিএসসি পরীক্ষায় উপজেলা প্রথম হয়েছে হিমাদ্রী শেখর

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ সোমবার সারা‌দে‌শে এক‌যো‌গে প্রকা‌শিত হ‌য় পিএসসি পরীক্ষার ফলাফল। বাংলা‌দে‌শের প্রেক্ষাপ‌টে পাব‌লিক পরীক্ষার অন্যতম প্রধান ধাপ এটি। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌরসভায় অবস্থিত আল হেরা এডূকেয়ার হোম কেজি স্কুল এক‌টি ঐ‌তিহ্যবাহী বিদ্যাপীঠ। বরাবরই এই প্রতিষ্ঠানের পাব‌লিক পরীক্ষার ফলাফল উপজেলায় শীর্ষস্থানে থাকে। এবারে এই প্রতিষ্ঠান থেকে পিএসসি সমাপনী পরীক্ষায় ৪৮ জন অংশ নিয়ে ৪৭ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। এদের মধ্য থেকে ৫৯২ নম্বর পেয়ে উপজেলা প্রথম হয়েছে একই প্রতিষ্ঠানের হিমাদ্রী শেখর। তার বাবা লিটন কর্মকার গোলমুণ্ডা ফাজিল মাদরাসার প্রভাষক এবং মা লক্ষী রানী রায় পৌরসভা পথকলি শিশু নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দুই ভাইয়ের ম‌ধ্যে হীমাদ্রী শেখর বড়। হীমাদ্রী সাম‌নের দিনগু‌লো‌তে আরও ভাল ফলাফল ক‌রে ভ‌বিষ্য‌তে দেশ সেরা ক্রিকেটার হ‌তে চায়। সে সক‌লের কাছে আশির্বাদ প্রার্থী।