বিজ্ঞাপন দিন

নীলফামারী -৩ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকের পক্ষে গনসংযোগ করছেন - ববিতা রানী সরকার

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদের আমেজ দেখা যাচ্ছে নির্বাচনী এলাকা নীলফামারী-৩ আসন জলঢাকা উপজেলা । বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী খুটামারা ইউনিয়ন টেংগনমারী বাজার, কাঁঠালী ইউনিয়ন ৭ নং, পশ্চিম খুটামারা ৪নং ও জলঢাকা পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার রাজার হাট বাজারে নির্বাচনী প্রচারনায় মহাজোট প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেল এর লাঙ্গল প্রতিক নিয়ে গনসংযোগ করেছেন - বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা আসনের স্বম্ভব্য প্রার্থী ববিতা রানী সরকার । নিজ জন্ম ভূমি জলঢাকা উপজেলায় নির্বাচনী এলাকায় প্রচারনার মধ্য দিয়ে মহাজোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন । তিনি নীলফামারী-২-৩ ও ৪ আসনে মহাজোটের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বিজয় ছিনিয়ে আনতে নির্বাচনী এলাকার গ্রামেগঞ্জে ভোট ভিক্ষা চাইলেন। তিনি এই আসনে মনোনয়ন পাওয়ার জন্য পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড লাগিয়ে জনসংযোগ চালিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। যার ফলে তিনি ভোটের ময়দানে, ভোট চাইতে মাঠে নামলে ঈদের আমেজের মত আনন্দ উৎসব দেখা গেছে । তার প্রচারনায় ব্যাপক পরিবর্তন এসেছে বলে জানালেন সাধারণ ভোটারা । এই প্রচারনায় আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেলকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আবারো মহাজোট সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের অব্যাহত রাখতে সাধারণ মানুষদের অনুরোধ জানান । এ সময় উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মাহফুজা পারভীন, যুবলীগ নেতা মুছা আলী, রুহাত ফারুক ও বকুল সরকার উপস্থিত ছিলেন।