বিজ্ঞাপন দিন

বিএনপি নেতা যোগদান জলঢাকায় নির্বাচনী শেষ প্রচারণা সভায় উন্নয়ন স্বার্থে লাঙ্গলে ভোট চান- মেজর রানা

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নয়নের মহা সড়কে নিয়ে গেছেন তার গতি বৃদ্ধি এবং জলঢাকার উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন নীলফামারী- ৩ আসনের মহাজোট প্রার্থী মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার - প্রচারণার শেষদিন বৃহস্পতিবার রাতে জলঢাকা হাইস্কুল মাঠের নির্বাচনী সভায় তিনি বলেন, আল্লাহ্ আমাকে যা দিয়েছেন সেটাই আমার জন্য যতেষ্ট। বারতি কোনকিছুর দরকার নাই। আমি কোনও অতিথি পাখি নই আমি আপনাদেরই সন্তান, পড়াশোনা এবং চাকরির কারণে বাহিরে ছিলাম। ফিরে এসেছি আপনাদের সেবা করতে। আমাকে সুযোগ দিলে এখন এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি জামায়াতের বিভিন্ন সমালোচনা করে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাইদার রহমান বুলু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাদ্দাম হোসেন পাভেল, উপজেলা জাসদ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, জলঢাকা কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত ও যুবলীগ নেতা লাবলুর রশীদ প্রমুখ। নির্বাচনী সভায় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুর রশীদ আ.লীগে যোগদান করেন। এর আগে যুবলীগ নেতা এনামুল হক সহ আ.লীগ - জাপার খন্ড খন্ড মিছিল শহরে শোডাউন দিয়ে সভায় মিলিত হয়।