বিজ্ঞাপন দিন

"জলঢাকায় মহাজোটের পথসভায় লাঙ্গলের জয়ধ্বনি

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে ইউনিয়নে-ইউনিয়নে চলছে পথসভা।ইতোমধ্যে উপজেলার ডাউয়াবাড়ী,গোলমুন্ডা ও বালাগ্রাম ইউনিয়নে পথসভার মধ্যদিয়ে পুরো জলঢাকায় লাঙ্গল মার্কার জয়ধ্বনির রব উঠেছে। এ রবের মাত্রা বেগবান করতে বাকী ইউনিয়নেগুলোতে পর্যায়ক্রমে পথসভা হবে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন মহাজোটের নেতৃবৃন্দ। বিজয়ের মাসে সোমবার বালাগ্রাম হাই স্কুল মাঠে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ হোসেন ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনে (জলঢাকা) মহাজোটের প্রার্থী রানা মোহাম্মদ সোহেল।বিশেষ অতিথি জলঢাকা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু,সাবেক সংসদ সদস্য আ'লীগ নেতা গোলাম মোস্তফা,জলঢাকা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল,জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু,কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর,জাসদ জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা সৈনিক লীগ সভাপতি রবিউল ইসলাম লিপন,যুবলীগ নেতা এনামুল হক,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক রাকিব সাকিব,পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক দুলাল হোসেন আর্মি,উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু,যূগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,মাসুম চৌধুরী,রাশেদ আনোয়ার চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি ললনী বিশ্বাস জয়,উপজেলা জাতীয় ছাত্র সমাজের ত্যাগী নেতা রবিউল ইসলাম রাজ,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাসানুর রহমান উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। মহাজোটের প্রার্থী সোহেল রানা বলেন,বঙ্গবন্ধু মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করে মহাজোটের প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছে।আমিও নেত্রীকে কথা দিয়েছি জলঢাকা আসনটি তেনাকে উপহার দিবো।আমি আপনাদের কাছে লাঙ্গল মার্কায় ভোট ভিক্ষা চাচ্ছি। সবাই আমাকে একটি করে ভোট দেন।আমি কথা দিতেছি,আমি নির্বাচিত হলে আগে আপনাদের সবগুলো দাবি পুরন করার চেষ্টা করবো।বিশেষ করে রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করাসহ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইন্শাআল্লাহ। অনেকে আমাকে নিয়ে কুটক্তি করে,যারা করে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার নারি পোতা জায়গা হলো খুটামারা ইউনিয়নে। তাই জেনে রাখেন আমি জলঢাকাবাসীর সন্তান। এই বালাগ্রাম বাসীর ভালোবাসায় এখানে নিজের ভোট তুলেছি। আমি এমপি নির্বাচিত হলে বালাগ্রাম ইউনিয়নে বাড়তি কিছু করবো ইন্শাআল্লাহ। পথসভায় বক্তারা বলেন,আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিরোধী প্রার্থীকে পরাজিত করে মহাজোট ও লাঙ্গল মার্কার প্রার্থী মেজর সোহেল রানাকে বিজয়ী করে ফুলেল মালা পড়াবো।উপস্থিত সকল নেতাকর্মীরা শপথ নেয়,বিজয় নিশ্চিত না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবো না। এ পথসভায় জনসমুদ্রে পরিনত হয়েছিলো।