বিজ্ঞাপন দিন

জলঢাকায় মহাজোটের প্রার্থী মেজর রানা হওয়ায় জনগণের মাঝে আনন্দ উল্লাস

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেল লাঙ্গল প্রতীকে মনোনয়ন পাওয়ায় জলঢাকা জাতীয় পার্টি ও সাধারণ জনগণের আনন্দ-উল্লাস। সোমবার দুপুরে ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে মেজর রানাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়েছিলেন হাজার-হাজার জনতা। প্রার্থী জলঢাকা আসার পথে টেংগনমারীতে পথসভা করে। নেতার আগমনের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে গোটা উপজেলা থেকে নেতাকর্মীরা হাজার-হাজার মটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ওই পথসভায় মিলিত হয়। পথসভাটি তখন জন¯্রােতে পরিণত হয়। জনগণ হাত উঠিয়ে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরীর সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইদার রহমান বুলু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর প্রমূখ। নীলফামারী-৩ আসনের মহাজোটের পদ প্রার্থী মেজর রানা তার বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ আমাকে মনোনীত করেছে। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, নিজের জন্য করার কিছুই নেই। মানুষের জন্য কিছু করতে চাই। এলাকার জন্য করতে চাই, মানুষের সেবা করতে চাই। এসময় তিনি হাজার-হাজার জনতার প্রতি হাত তুলে লাঙ্গলের প্রতীকে ভোট চান।” উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরে সাবেক এমপি কাজী ফারুক কাদেরের সাথে মনোনয়নের প্রতিযোগিতা চলছিল মেজর রানা মোহাম্মদ সোহেলের। এজন্য মানুষের উৎসাহ ছিল বেশি।