বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগনের ২দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগনের ২দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। নীলফামারী ৩ আসনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শুষ্ঠভাবে ভোটগ্রহণ করতে ৮৯ জন প্রিজাইডিং, ৪৫২জন সহকারী প্রিজাইডিং ও ৯০৪ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করছে নির্বাচন কমিশন। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জলঢাকা সরকারী কলেজে হলরুমে এই প্রশিক্ষণেরর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জলঢাকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন প্রমুখ। নীলফামারী ৩ জলঢাকা আসনে ৮৯টি কেন্দ্রে ৪৫২ বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী