বিজ্ঞাপন দিন

নীলফামারী-১ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজিয়া শিরিন । ১০ডিসেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১২ নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে ৮ জন প্রতিদ¦ন্দ¦ী প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (নৌকা),জাতীয়তাবাদী দল বিএনপি, রফিকুল ইসলাম (ধানের শীষ) জাতীয় পার্টি, জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল), বাংলাদেশ ন্যাপ, জেবেল রহমান গানি (গাভী) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম (খেজুর গাছ) বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মোঃ ইউনুছ আলী (মই) ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ সাইফুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, মোঃ সিরাজুল ইসলাম (টেলিভিশন) । নির্বাচন আচরনবিধি অনুয়ায়ী প্রতীক হাতে পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন । প্রার্থী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন ।