বিজ্ঞাপন দিন

নীলফামারী -০২ আসনের মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নুরের জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনের মহাজোটের প্রার্থী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুরের সাথে সদর জাতীয় পাটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে জেলা জাতীয় পাটির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি অমেদ আলী মাষ্টারের সভাপতিত্বে এই মতবিনিময় ও আলোচনা সভাটি পরিচালনা করেন, জেলা ছাত্র সমাজের আহবায়ক সুমন। এ সময় প্রধান অতিথি ছিলেন, মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সভাপতি ও সদর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন । সদর উপজেলা জাতীয় পাটির আয়োজনে, প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক একে এম সাজ্জাদ পারভেজ । বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক বজলার রহমান, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, শ্রমিক পাটির সদস্য সচিব আজাদুজ্জামান বিপু, সদর উপজেলা সেচ্ছা সেবক পাটির আহবায়ক আতাউর রহমান প্রমূখ । মতবিনিময় শেষে প্রধান অতিথি, জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাকে নয় আওয়ামী লীগকে কেন ভোট দিবেন, দশ বছরের যে উন্নয়ন হয়েছে তা স্বীকার করে ভেবে দেখুন। এর আগে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের উন্নয়ন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে । তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে, নানা অনিয়মের ব্যারা জালে আটকা পড়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে । যার ফলে জেলের ঘানি টানতে হচ্ছে তাদের । তারা আজ দেশদ্রোহীদের মনোনয়ন দিয়েছে, যার এ দেশকে ভালোবাসেনা। তিনি নেতাকর্মীদের আরও বলেন, আপনারা নিজের এলাকায় যান, ভোটারদের বোঝান, সরকারের সাফল্য ও উন্নয়নের কথা বলুন। দশ বছরে নীলফামারীর চিত্র তুলে ধরুন। আবারো মহাজোট সরকার দেশের উন্নয়নের জন্য দরকার ।