বিজ্ঞাপন দিন

'আমার এখানে শেখর,আমি আপনাদেরই সন্তান।তাই লাঙ্গল মার্কায় ভোট দাবি করি'-মেজর রানা।

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী প্রতিনিধি: 'আমার এখানে শেখর,আমি আপনাদেরই সন্তান।তাই আমি আপনাদের কাছে ভোট দাবি করি এবং ভোট ভিক্ষা চাই। আমার শৈশবের অনেক স্মৃতি এখানে পড়ে আছে। সে হিসেবে আমার লাঙ্গল মার্কায় ভোট দিবেন এটা আমার পাওনা হক'-বৃহস্পতিবার রাতে খুটামারা ইউনিয়নের টেংগনমারী স্কুল এ্যান্ড কলেজ মাঠে এক পথসভায় নীলফামারী-৩ আসনের (জলঢাকা) মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেজর রানা মোহাম্মদ সোহেল (অব:) এসব কথা বলেন। তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে লাঙ্গল মার্কায় একটি করে ভোট ভিক্ষা চাই।মনে রাখবেন নৌকাই লাঙ্গল,লাঙ্গলেই নৌকা।এবার আমাদের আসনে নৌকা নেই,লাঙ্গল প্রতীক থাকবে তাই সিল মারতে ভুল করবেন না। আপনারা ভয় পাবেন না ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা থাকবে। সবাই যাতে ভোট দিতে পারে আমরা প্রস্তুতি নিয়েছি।কেউ যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না থাকে সে জন্য আমরা সার্বিক সহযোগিতা দেবো।আপনারা ভোটের আগের রাতে তারাতারি ঘুমিয়ে যাবেন এবং সকাল সকাল ভোট দিয়ে দিবেন।আল্লাহ আমাকে যা দিয়েছে তা যথেষ্ঠ।আমি ওয়াদা করতেছি এমপি হওয়ার পর যা পাবো তা আপনাদের মধ্যে দিয়ে যাবো ইন্শাআল্লাহ। এই খুটামারা ইউনিয়ন দিয়ে উন্নয়ন শুরু করবো ইন্শাআল্লাহ। এ পথসভায় প্রধান অতিথি নীলফামারী-২ আসনের মহাজোট প্রার্থী সংকৃতি মন্ত্রী আশাদুজ্জামান নুর বলেন, মেজর রানার ডাকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এ আসনে অনেক উন্নয়ন হয়েছে যতটুকু বাকী আছে লাঙ্গল মার্কায় ভোট দেন হয়ে যাবে। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের পরাশক্তি দলকে পরাজিত করতে জননেত্রী শেখ হাসিনা একজন সৎ,মেধাবী ও উচ্চ শিক্ষিত অবসরপ্রাপ্ত মেজরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন৷ আমি আপনাদের কাছে আহবান করতেছি ৩০ তারিখ লাঙ্গলে ভোট দিয়ে জননেত্রীকে আসনি উপহার দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জলঢাকা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু,জলঢাকা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল,জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু,কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর,জেলা পরিষদের সদস্য জুলফিকার আলী জুয়েল,জাসদ জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক,যুবলীগ নেতা হুকুম আলী চেয়ারম্যান,আ'লীগ নেতা এ কে এম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ললনী বিশ্বাস জয়,উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল হাসান মিতুসহ মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা সৈনিক লীগ সভাপতি রবিউল ইসলাম লিপন,যুবলীগ নেতা এনামুল হক,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক রাকিব সাকিব,পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক দুলাল হোসেন আর্মি,উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু,যূগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,মাসুম চৌধুরী,রাশেদ আনোয়ার চৌধুরী,উপজেলা জাতীয় ছাত্র সমাজের ত্যাগী নেতা রবিউল ইসলাম রাজ,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাসানুর রহমান উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।