বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউ.এন.ও

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী): নীলফামারীর জলঢাকা ট্রাফিক মোড়ে সরকারের নির্মিত বঙ্গবন্ধুর ভাস্করর্য এর সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলো তুলে দিয়ে ম্যুরালটি সংরক্ষন করলেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সুজা।সোমবার সকালে থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন তিনি।সেখানে গড়ে ওঠা স্থাপনাগুলোর মালিকদের নিজ নিজ স্থাপনা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরিয়ে নেওয়ার আহবান ও জানান তিনি।  উল্লেখ্য-বঙ্গবন্ধু ম্যুরালটি নির্মিত হওয়ার পর থেকে স্থাপনা গড়তে শুরু করে বিভিন্ন সচেতন সংগঠন সংরক্ষনের দাবীতে ইউ.এন. ও বরাবর,স্বারকলীপি দিলে এ পদক্ষেপ গ্রহন করা হয়।