বিজ্ঞাপন দিন

জলঢাকা সরকারী কলেজে অনার্স ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী): নীলফামারীর জলঢাকা সরকারী কলেজে বিনা বেতনে ফরম পুরনের দাবীতে ৩ ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচী ও বিক্ষোভ করেছে কলেজ শহীদ মিনারের পাদদেশে অনার্স ৪র্থ বর্ষ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচী চলে।ঘটনাস্থলে সাংবাদিকরা পৌছেলে অনার্স ৪র্থ বর্ষের ছাত্র লিটন,ছাত্রী ফাতেমা,ছাত্র মনিরুজ্জামান,ছা ত্রী রাধা রায়, ছাত্র স্বর্বেশ্বর,রোস্তম আলী,ছাত্রী কৃষ্ণা রায়,সুরমা বেগম বলেন, আমরা সবাই দরীদ্র পরিবারের সন্তান,আমাদের কলেজ যে টাকা দিয়ে ফরম পুরন করতে বলেছে আমরা তা দিতে অপারক,অধ্যক্ষের কাছে আমাদের শতাধীক ছাত্র-ছাত্রীর দাবী আমাদেরকে বিনা বেতনে ফরম পুরনের সুযোগ দেওয়া হউক।এ বিষয়ে অধ্যক্ষ গনমাধ্যমকে জানান,০৮/০৮/১৮ এর আগের ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে হবে না।১ বছরের বেতনের মধ্যে ৪ মাসের বেতন মৌকুফ করা হয়েছে,এদের বেতনের টাকা থেকে শিক্ষকদের বেতন দেওয়া হবে।