বিজ্ঞাপন দিন

সারাদেশে নৌকার জোয়ার উঠেছে নির্বাচনী পথসভায় সংস্কৃতি মন্ত্রী - আসাদুজ্জামান নুর


নীলফামারী প্রতিনিধিঃ যতই দিন যাচ্ছে, ততই এগুচ্ছে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনী প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছে নীলফামারী-০২ আসনের মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নুর এমপি। একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সদর আসন নীলফামারী-০২। এই আসনে তিনি পরপর তিন- তিনবার এমপি নির্বাচিত হন । শনিবার সারাদিন নির্বাচনী এলাকার ৮ নং পঞ্চপুকুর ইউনিয়নে গনসংযোগ শেষে সন্ধ্যায় ফকিরের বাজার স্কুল মাঠে পথসভায় বক্তব্য দেন। নাসির উদ্দিন শাহ ফকিরের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাকে নয় আওয়ামী লীগকে কেন ভোট দিবেন, দশ বছরের যে উন্নয়ন হয়েছে এই নীলফামারী জেলায়,তা দেখে আপনারা নৌকায় ভোট দিবেন । অপ্রতিরুদ্ধ উন্নয়নের ফলে সারাদেশে নৌকা- লাঙ্গলের জোয়ার উঠেছে । এর আগে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের উন্নয়ন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে । তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে, নানা অনিয়মের ব্যারা জালে আটকা পড়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে । যার ফলে জেলের ঘানি টানতে হচ্ছে তাদের । তারা আজ দেশদ্রোহীদের মনোনয়ন দিয়েছে, যারা এ দেশকে ভালোবাসেনা। তিনি নেতাকর্মীদেরও উদ্দেশ্যে বলেন, আপনারা নিজের এলাকায় যান, ভোটারদের বোঝান, সরকারের সাফল্য ও উন্নয়নের কথা বলুন। দশ বছরে নীলফামারীর চিত্র তুলে ধরুন। আবারো মহাজোট সরকার দেশের উন্নয়নের জন্য দরকার । জননেত্রী আমাদের নীলফামারীতে অনেক কিছু দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন, যা নীলফামারী জেলাবাসির চাওয়া পাওয়া ছিল তা তিনি পুরন করেছেন । এ ছাড়াও রাস্তাঘাট, ব্রীজ-কালভাট নির্মান কাজ হয়েছে। যে কারনে ব্যবসা- বানিজ্যের উন্নতি হয়েছে। যার ফলে এ অঞ্চলের মানুষ আর না খেয়ে থাকেনা। এসব কথা আপনাদের আত্মীয় স্বজনদের বুঝিয়ে বলুন। জনগন সহজেই বুঝবে, তারা নৌকায় ভোট দিয়ে আবারো মহাজোট সরকার গঠনের সমর্থন দিতে বাধ্য হবে ব্যালটের মাধ্যমে । এ সময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সাম্যবাদী দলের জেলা সভাপতি ও সাপ্তাহিক নীল চোখের প্রকাশক সম্পাদক হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, পঞ্চপুকুর ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান সরকার, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ, জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুন্দুপুকুর ইউপি চেয়ারম্যানের শাহাজান চৌধুরী, জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক মমিনুর রশীদ সামুন, সদস্য সচিব আব্দুল হান্নান, সদস্য আব্দুল মালেক, ব্জাতীয় ছাত্র সমাজের জেলা আহবায়ক মাহমুদ হাসান অয়ন, সদস্য সচিব শিবলী আহম্মেদ ।