বিজ্ঞাপন দিন

জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন


ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি খুটামারা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। সোমবার বিকেলে উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ-বিদ্যালয় মাঠে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি খুটামারা ইউনিয়ন শাখার সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা হিউম্যান রাইটস্ এর সভাপতি এম.রাশেদুজ্জামান তাওহীদ,সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান লিংকন,সাধারন সম্পাদক বজলুর রশীদ,সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইসলাম,(সাংবাদিক)। এসময় উপস্থিত ছিলেন,হরিশ্চন্দ্রপাঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও হিউম্যান রাইটস্ খুটামারা ইউনিয়ন শাখার উপদেষ্টা তবিবর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হায়দার লেলিন,ওয়াহেদুজ্জামান তুহিন,মশিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে খুটামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার হত-দরিদ্্র মানুষদের মাঝে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র বিতরন করা হয়। বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি খুটামারা ইউনিয়ন শাখার উপদেষ্টা গিয়াদ উদ্দিন খোকা। এর আগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একটি র‌্যালী টেংগনমারী বাজার প্রদক্ষিণ করে।