বিজ্ঞাপন দিন

নীলফামারী ৩ আসনে ৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী ৩ সংসদীয় আসনে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা হলেন মহাজোটের মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরা সদস্য আজিজুল ইসলাম(ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন (হাতপাখা)। এদিকে জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন দুই জন, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন চার প্রার্থী, জাতীয় পার্টিও লাঙ্গল প্রতীক পেয়েছেন তিন জন প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক পেয়েছেন চার প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক পেয়েছেন দুই প্রার্থী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও জমিয়তে উলামায়ে বাংলাদেশের একজন করে প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।