বিজ্ঞাপন দিন

জলঢাকায় মহাজোটের লাঙ্গলে ভোট চাইলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি-বুলু চৌধুরী



আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ দিন যতই যাচ্ছে ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের জন্য একে অপরকে দোষারোপ করে নিজ নিজ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যতম শরিক দল জাতীয় ঐক্যের নেতাকর্মীরা । এরই ধারাবাহিকতায় নীলফামারী-৩ আসন, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির নেতারা উঠে পরে লেগেছে । তাদের নিজ দলীয় প্রতিক লাঙ্গল নিয়ে মহাজোটের প্রার্থী হয়েছেন, (অবঃ) মেজর রানা মোহাম্মদ সোহেল । এখানে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি হওয়ায় বসে নেই আওয়ামী লীগের নেতারা । উপজেলা জাতীয় পার্টির নেতারা লাঙ্গল প্রতিককে বিজয় নিচ্ছিত করতে মরিয়া হয়ে ঘুরছে নীলফামারী- ৩ আসন জলঢাকা উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের গ্রামেগঞ্জে । ২১ ডিসেম্বর শুক্রবার উপজেলার কৈমারী গাবরোল হাজী পাড়ায় নতুন জামে মসজিদের শুভ উদ্ভোধন কালে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী। আলোচনা শেষে তিনি ঐ এলাকার বেশ ক,টি গ্রাম ঘুরে মহাজোটের পক্ষে লাঙ্গল মার্কায় ভোট চাইলেন। প্রচারনাকালে ভোটারদের ব্যাপক সারা পাওয়া যায় । বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেজর রানা মোহাম্মদ সোহেলকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান । প্রচারনার সময় সাথে ছিলেন, উপজেলা জাতীয় যুবসংহতির যুবনেতা মুকুল হোসেন, আব্দুল মালেক, গোলাম রব্বানী ও উপজেলা ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজ প্রমূখ ।