বিজ্ঞাপন দিন

"জলঢাকায় উত্তর গাবরোল হাজীপাড়া বাইতুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় জুম্মা নামাজের মধ্য দিয়ে উত্তর গাবরোল হাজীপাড়া বাইতুল মামুর জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছে মুসল্লীরা।এসময় উপস্থিত ছিলেন,জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,কৈমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মতিন,বিন্যাকুড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক মহোশীন আলী,ওয়ার্ড চেয়ারম্যান পত্নি আমজাদ হোসেন মাষ্টার,জাপা নেতা রহমতুল বারি মুকুল,সাংবাদিক ডলার,আব্দুল মালেক,উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন,উপদেষ্টা সভাপতি রবিউল ইসলাম রাজ,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন দয়াল,অর্থ সম্পাদক দুলাল হোসেন,স্থানীয় মুসল্লী মনচুর আলী,রহিদুল ইসলাম,নিরাশা মামুদ,মমিনুর রহমান,ছলেমান আলী,আফসার আলী,সেরাজুল ইসলাম,মাহাবুল ইসলামসহ স্থানীয় সকল মুসল্লীবৃন্দ প্রমূখ।এ উপলক্ষে উপস্থিত সকল মুসল্লিদের আপ্যায়ন করে মসজিদ কতৃপক্ষ। উল্লেখ্য,এই মসজিদের অধীনে প্রায় ৭০ টি পরিবারের ধর্মপ্রান মুসল্লী নামাজ আদায় করবে। মুসল্লীরা বলেন,আমরা টিনসিট ঘর তৈরী করে নামাজ শুরু করেছি।মসজিদটি পূর্নাঙ্গ করতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করতেছি।প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন বলেন,আমরা অনেক কষ্ট করে এই টিনসিটের মসজিদ তৈরী করতে পেরেছি।ইতোমধ্যে আমরা শক্তিশালী মসজিদ কমিটিও করেছি।আমি সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করতেছি। সকলে সহযোগিতা পেলে মুসল্লিদের দুর্দশা লাঘব হবে,ইন্শাআল্লাহ। উপদেষ্টা সভাপতি রবিউল ইসলাম রাজ জানান,বিভিন্ন কারনে নতুন সমজিদের উদ্বোধন হয়েছে। আমরা চেয়েছিলাম সকলে মিলে মিশে একসাথে নামাজ আদায় করবো। কিন্ত কিছু স্বার্থনেশী,মসজিদের টাকা আত্নসাৎকারীদের কারনে এখানে একটি মসজিদ তিনটিতে পরিনত হলো।যার ফলে,আমরা মুসল্লীরা অসহায়ের মতো গত ৭/৮ জুম্মার নামাজ বিক্ষিপ্ত হয়ে পড়েছি।আল্লাহ তাআলার হুকুমে আজ আমরা আল্লাহর ঘর তৈরী করে জুম্মার নামাজ আদায় করেতে পেরেছি।আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমরা আপনাদের সহযোগিতা পেলে মসজিদের কাজ শেষ করতে কোন বেগ পেতে হবে না,ইন্শাআল্লাহ।