বিজ্ঞাপন দিন

স্ত্রীকে ফিরে পেতে চায়- স্বামী হামিদুর

মঈন উদ্দীন শিরিন,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দার মৃত্য ছকর উদ্দীনের পুত্র হামিদুর রহমান দীর্ঘ ৭ বৎসর পূর্বে একই ইউনিয়নের শ্যামপুর পাড়া মনছার আলীর মেয়ে রতনা বেগমের সাথে বিবাহ হয়। তার একটি ৪ বসরের পুত্র সন্তান কে স্বামীর বাড়িতে রেখে ৮ মাস পূর্বে সৌদী আরবের উদ্দেশ্যে পাড়ি দেন বলে যানায় তার স্বামী।৮ মাস ধরে বিদেশে গিয়ে তার স্বামী ও পুত্র সন্তানের খোজ খবর থেকে বিরত থাকেন। তার স্বামী মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে সে মোবাইল ফোন কেটে দেন।তার স্বামী আঃ রহমান অভিযোগ করেন যে,গত ৮মাস আগে বালাগ্রাম ইউনিয়নের হাকু দালাল ও ঢাকা মানিক মানিকগঞ্জর তৈয়ব দালাল এর সহ যোগিতায় বিদেশ যান।হাকু দালালের কাজ থেকে তার স্ত্রীর খোজ খবর নিতে গেলে তাকে বলেন তোমাকে তালাক দিবে বলে যানায়।তার কথায় সন্দেহ হলে সে মনেকরে তার স্ত্রীকে ঐ দেশের দালালের কাছে বিক্রি করেছে বলে সন্দেহ হয়।এ ব্যাপারে রতনার বাবা ও মার সাথে যোগাযোগ কতে গেলে তার বাড়িতে পাওয়া যায়নি তার বাড়ি পাশের লোকজন বলেন তার মা ও বাবা তার বড় মেয়ের বাড়িতে গেছেন। তার স্বামী হামিদুর রহমান এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এর কাছে বিচার প্রার্থী হলে চেয়ারম্যান তার লিখিতো কাগজ দেখে স্বাক্ষর করেদেন এবং বলেন, তুমি আইনের মাধ্যমে তোমার স্ত্রীকে উদ্ধার কর।