বিজ্ঞাপন দিন

জলঢাকা উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী- মশিউর রহমান বাবু

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই চলে এসেছে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণা হতে না হতেই শুরু হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের নির্বাচনের আগাম প্রচার-প্রচারনা । যার ফলে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা । এ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় পিছিয়ে নেই নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও । ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জলঢাকা উপজেলা। এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ১ শত ৬৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ১৬ হাজার ৭ শত ৩৩ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৪ শত ৩৪ জন । উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ ভোটারদের মাঝে দেখা না গেলেও, প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে । অন্য কোন প্রার্থীর দেখা না মেললেও, ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহনমুলক প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা করতে দেখা গেছে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্জ্ব মশিউর রহমান বাবুকে । বর্তমান তিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন নেতাকর্মীদের বিপদে-আপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকেন বলে জানিয়েছেন অনেকে । ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে অংশ গ্রহন করায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন । ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষদের পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন তিনি। জলঢাকা উপজেলার সাধারন মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আলহাজ্জ্ব মশিউর রহমান বাবু।