বিজ্ঞাপন দিন

নীলফামারীতে চার আসনেই মহাজোটের প্রার্থীর বিজয়

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে মহাজোটের ৩ জন ও উন্মুক্ত আসনে ১ জন প্রার্থীর বিজয় হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীকের দুইজন ও লাঙ্গল প্রতীকের ২ জন। রবিবার(৩০ ডিসেম্বর) ভোট গ্রহন ও গগনা শেষে জেলা রির্টানীং কর্মকর্তা জেলা প্রশাসক নাজিয়া শিরিন বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) উন্মুক্ত আসনে বিজয় লাভ করে নৌকা প্রতীকের আফতাব উদ্দিন সরকার। তিনি ভোট পান ১ লাখ ৮৮ হাজার ৭৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৭৯১। নীলফামারী-২ (সদর) আসনে বিজয়ী হন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নুর। তিনি ভোট পান ১ লাখ ৭৮ হাজার ৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু। তার ভোট সংখ্যা ৮০ হাজার ২৮৩ ভোট। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিজয়ী হন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। তিনি ভোট পান ১ লাখ ৩৭ হাজার ৫৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঐক্যফ্রন্টের জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য আজিজুল ইসলাম। তার ভোট সংখ্যা ৪৪ হাজার ৯৩। নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরীগঞ্জ) আসনে বিজয়ী হন মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান।তার ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৯৩০ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহিদুল ইসলাম (হাতপাখা)। তার ভোট সংখ্যা ২৭ হাজার ২৯৪। নীলফামারী-২ (সদর) আসনে আবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। নীলফামারী-২ (সদর) মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৯৪০ ও নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ২০৯ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারজন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি। যদিও তিনি আজ দুপুর ১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৯৮,১৭৩ ভোট বেশি পেয়ে জয় পান আসাদুজ্জামান নূর। রবিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সন্ধ্যা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিন বেসরকারিভাবে আসাদুজ্জামান নূরকে নির্বাচিত ঘোষণা করেন।