বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাজার হাট আলিম মাদ্রাসার সভাপতি হয়ে প্রথমেই চমক দেখালেন ইউএনও

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আলিম মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপতি হয়ে প্রথমেই চমক দেখালেন ইউএনও । নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট আলিম মাদ্রাসার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাদ্রাসা বোর্ড। এ কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা সভাপতি হওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবক গন আনন্দিত । গত বছর ২০১৮ সালের ২৬ ডিসেম্বর কমিটি অনুমোদিত হলে ০৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ সোমবার দুপুরে নতুন কমিটির প্রথম মিটিং অত্র প্রতিষ্টানে অনুষ্ঠিত হয় । আলোচনার শুরুতেই চমকপ্রদ দেখালেন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা । শুরুতেই চলে আসে মাদ্রাসার অনিয়ম, দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের প্রসঙ্গ। মাদ্রাসার জমিজমা সংক্রান্ত বিষয়ও এ আলোচনায় চলে আসে। এ সময় তিনি,প্রতিষ্টানের অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানকে অনিয়ম, দূর্নীতি ও নিয়োগ বানিজ্য প্রসঙ্গে জানতে চাইলে, তিনি এ ব্যাপারে কিছুই জানেনা বলে জানান । সাবেক দাতা সদস্য মরহুম হাজী রমজান আলীর ছেলে সফিকুল ইসলাম জমিজমা সম্পর্কে বলেন, বিগত কমিটির যোগসাযোসে মাদ্রাসার কতৃপক্ষ চাষাবাদ জমিগুলো বর্গা দিয়েছে । এছাড়াও মামলায় জর্জরিত মাদ্রাসাটি কেন এই সব মামলা, সরেজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন অনেকে। আলোচনা ও পরিদর্শন শেষে অভিযোগ গুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশস্ত করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ।