বিজ্ঞাপন দিন

ডোমারে বই উৎসব পালিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরন উৎসবে মেতে উঠে বিভিন্ন মাধ্যমিক,প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকালে উপজেলার ছোটরাউতা ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন,সহকারী শিক্ষা অফিসার রকিবুল হাসান,নজরুল ইসলাম,ইনট্রাক্টর আকরাম হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন উৎসবে ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,বিশেষ অতিথি ছিলেন,ইউএনও উম্মে ফাতিমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম। বক্তব্য রাখেন-প্রধান শিক্ষক রবিউল আলম,ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা ফিরোজ প্রধান,জহুরুল হক দিপু,রওশন রশীদ প্রমূখ। উপজেলার ১৫৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩০টি কেজি স্কুল ও ৩০টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফাযিল ও দাখিল মাদ্রাসা ১২টি,এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা ৩৩টি, মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ৪২টি,স্কুল এন্ড কলেজ ৫টি এবং ভোকেশনাল ৮টি বিদ্যালয়ে একযোগে বই বিতরন করা হয়।