বিজ্ঞাপন দিন

ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড)উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মেহেফুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও উম্মে ফাতিমা। বক্তব্য রাখেন,ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোকছেদ আলী,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুমানা আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডা.রায়হান রারী,ডা.মোয়াজ্জেম হোসেন,ডা.তপন কুমার রায়,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার,নুরন্নবী প্রমূখ। অবহিতকরন সভায় জানানো হয় আগামী ১৯জানুয়ারী সারা দেশের ন্যায় ডোমার উপজেলায় মোট ৪৩হাজার ৫৯৫জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬মাস থেকে এক বছর পর্যন্ত শিশুদের নীল রংয়ের এবং ৬মাস থেকে ৫৯মাস পর্যন্ত শিশুদের লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।